শফিকুল হক মেমোরিয়াল নার্সারি এন্ড কেজি স্কুল এখন একটি মডেল স্কুলে পরিণত হয়েছে । বর্তমানে আধুনিক শিক্ষা প্রদানে এটি অগ্রগামী । এখানে বাংলা মাধ্যমে শিক্ষা দেওয়া হলেও ইংলিশ এ বিশেষ নজর দেওয়া হয় । এছাড়া অংকন বিদ্যা শরীর চর্চা ও বর্তমান সমাজের সঙ্গে মানিয়ে চলার উপযুক্ত করে গড়ে তোলায় অন্যতম ভুমিকা পালন করছে এই শিক্ষায়তন । পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় গুলি তে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রথম দশে রাংক করছে।